কুড়িগ্রামে নাশকতার মামলায় ইউ‌পি সদস্য কারাগারে

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে নাশকতার মামলায় ইউ‌পি সদস্য কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কু‌ড়িগ্রামের উ‌লিপুর উপজেলার ধরণীবা‌ড়ি ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের ইউপি সদস্য (মেম্বার) হযরত আলী বিপ্লব ওরফে ওয়াসীকে (৩৫) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।  

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান।

আরও পড়ুন: নাটোরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

পুলিশ সূত্র জানা যায়, গত মঙ্গলবার (১৯ ডি‌সেম্বর) রাত ১০ টার দি‌কে ওয়াসীকে নিজ উপ‌জেলার মিনাবাজার (রুপার খামার) থে‌কে গ্রেপ্তার ক‌রে কুড়িগ্রাম সদর থানার একটি বিশেষ টিম। এতে সহযোগিতা করে উলিপুর থানা পুলিশ।

 

আরও পড়ুন: নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু 

পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। চলতি নভেম্বর মাসে তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহ শহরে মোটরসাইকেলের ধাক্কায় সংবাদকর্মী নিহত

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, নাশকতার মামলায় গতরাতে তাকে উলিপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

news24bd.tv/কেআই