রেল পথে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ: লিটন

রেল পথে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ: লিটন

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিট করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, যুক্তরাষ্ট্র যতই বলুক, বিএনপি-জামায়াত নাশকতা করবেই। জনগণ তাদের হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে। এখন ভয়ভীতি দেখিয়ে মানুষকে ঘরে থাকতে বাধ্য করতে চায়। রেলওয়েতে নাশকতা সৃষ্টি করছে।

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রেলওয়েতে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রাসিক মেয়র বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় কোনো বাধা দেবে না। পাশাপাশি সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ যোগাতে প্রচারণা চালাবেন।

বিজয় শোভাযাত্রাটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান।  

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগে সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
news24bd.tv/আইএএম