নোবিপ্রবিতে ‘ডি-নথি’ বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নোবিপ্রবিতে ‘ডি-নথি’ বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ‘ডি-নথি’ বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের শিক্ষা বিভাগের কম্পিউটার ল্যাব কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির আইএমসিটি বিভাগের উপ-পরিচালক ইঞ্জি. মোহাম্মদ মনির উল্ল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তথাপি ডি-নথির মাধ্যমে অফিস পরিচালনা করলে নির্ভুলভাবে কাজ করার সুযোগ রয়েছে। সময় বাঁচিয়ে কাজ করার ক্ষেত্রে ডি-নথির কোন বিকল্প নেই।

বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতার সাথে সবাইকে গড়ে তোলার চেষ্টা করছে। আমরাও সরকারের সাথে একাত্ম হয়ে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করুন। কাজের মধ্যে । নৈতিকতার ক্ষেত্রে আপোষহীন থাকুন। তাহলেই এগিয়ে যাবে বিশ্ববিদ্যালয়, এগিয়ে যাবে দেশ। প্রশিক্ষণের সফলতা কামনা করছি।

বিশেষ অতিথি নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘ডি-নথি’ বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি বিষয়গুলো প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হলেও আপনারা যদি টাইপিং না জানেন তাহলে ডি-নথি বাস্তবায়ন সম্ভব হবে না। কম্পিউটার সংক্রান্ত মৌলিক জ্ঞানটুকু আপনাদের নিজেদের মধ্যে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সময় কমিয়ে কাজের পরিমাণ বাড়াতে। আর তাই তিনি ডি-নথির মতো যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সচেষ্ট থাকবো।

বিশেষ অতিথি এবং কোর্স পরিচালক ও নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নোবিপ্রবিতে ডি-নথি বাস্তবায়নের জন্য আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। ইউজিসি কে ধন্যবাদ নোবিপ্রবিকে এমন একটা প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। ইউজিসি থেকে আগত প্রশিক্ষক মহোদয়কে ধন্যবাদ।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সহকারী রেজিস্ট্রার রায়হান কায়সার হাশেম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক