ভবিষ্যৎ প্রজন্মকে অমানিশার অন্ধকারে নিমজ্জিত করেছে বাকশালী সরকার: মঈন খান

ভবিষ্যৎ প্রজন্মকে অমানিশার অন্ধকারে নিমজ্জিত করেছে বাকশালী সরকার: মঈন খান

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানিশার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যেই আজ বিএনপি অসহযোগের মন্ত্রে সরকারকে দীক্ষিত করে দেশের আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়।


 
বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপির আজকের কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। যারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করে থাকে।

বিএনপির এই নেতা বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই শুধু এ দেশে গণতন্ত্র ফিরে আসতে পারে।

সেই উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছে। এটা শুধু বিএনপির জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়। এ দেশের সব মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।

news24bd.tv/আইএএম