রাজধানীতে লরির ধাক্কায় এক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীতে লরির ধাক্কায় এক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আল-মামুন (৪৮) নামে থানা নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি উত্তরা অফিসে কাজ করতেন। বুধবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি তিল্লী গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বর্তমানে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন আল-মামুন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সংবাদ পেয়ে ছেলে রিয়াদ আবির তাকে ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শামসুল হকের ছেলে রিয়াদ আবির বলেন, বাবা উত্তরায় অফিস করতেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বিমানবন্দর থানা এলাকায় কন্টিনার লরির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

news24bd.tv/DHL