২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জাতীয় পার্টি

প্রতীকী ছবি

২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টি (জাপা) ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের প্রকোপ

ইশতেহারে যেসব রয়েছে-

১। প্রাদেশিক ব্যবস্থা পরিবর্তন 
২।  নির্বাচন পদ্ধতির সংস্কার
৩। পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন
৪।

সুশাসনের বাংলাদেশ
৫। বিচার বিভাগের স্বাধীনতা এবং মামলা জটের অবসান
৬। শিক্ষিত/অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান 
৭। স্বাস্থ্য সেবা সম্প্রসারণ 
৮। শিক্ষা পদ্ধতির সংশোধন 
৯। ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ 
১০। সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
১১। সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন
১২। খাদ্য নিরাপত্তা
১৩। নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ
১৪। জ্বালানি ও বিদ্যুতখাতে স্থিতিশীলতা বজায় রাখা
১৫। শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন
১৬। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ
১৭। পররাষ্ট্র নীতিতে সকলের সাথে বন্ধুত্ব
১৮। নারী সমাজের কল্যাণ সাধন
১৯। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি
২০। আর্থিক প্রতিষ্ঠান,  মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার
২১। গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা
২২। রেশনিং ব্যবস্থা চালু
২৩। যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও
২৪। অভিবাসন

ইশতেহার সভায় চুন্নু আরও বলেন, জনগণের কাছে ন্যূনতম চাহিদা আছে, ভিত্তি আছে বলেই অপরাপর দলগুলো জাতীয় পার্টির সাথে সমঝোতা করতে চায়।

news24bd.tv/কেআই