ঢাকা-বেইজিং ফ্লাইট চালু আগামী বছর : চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন- ফাইল ছবি।

ঢাকা-বেইজিং ফ্লাইট চালু আগামী বছর : চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা টু বেইজিং ফ্লাইট আগামী বছর চালু হবে বলে জানালেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচনের পর বাংলাদেশ চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের ভাবমূর্তি শিরোনামে অনুষ্ঠান আয়োজন করে সেন্টার ফর অলটারনেটিভস। সেখানে অংশ নিয়ে এসব বলেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে এক জরিপও প্রকাশ করা হয়। নানা শ্রেণিপেশার ৫ হাজার ২৩০ জনের ওপর চালানো জরিপ বলছে, ৪৫ শতাংশ বাংলাদেশি চীনকে প্রভাবশালী বৈশ্বিক শক্তিশালী দেশ হিসাবে বিবেচনা করে। বাংলাদেশের সাথে চলতি বাণিজ্যিক সম্পর্ককে ইতিবাচকভাবে দেখে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী। তবে ঋণের ফাঁদ নিয়ে শঙ্কা আছে ৩৫ শতাংশ বাংলাদেশির।

জরিপ তুলে ধরেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। পরে চীনের রাষ্ট্রদূত বলেন, ঢাকা বেইজিংয়ের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক