যুক্তরাষ্ট্রে বিনা অপরাধে প্রায় ৫০ বছর জেলে কাটালেন সিমনস

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বিনা অপরাধে প্রায় ৫০ বছর জেলে কাটালেন সিমনস

অনলাইন ডেস্ক

নিরপরাধী গ্লেন সিমনসকে ওকলাহোমার এক বিচারক নির্দোষ ঘোষণা করেন। কিন্তু এরিমধ্যে তাকে কারাগারে কাটাতে হয় ৪৮ বছর কয়েক মাস। মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) তিনি ছাড়া পান কারাগার থেকে। সূত্র নিউইয়র্ক টাইমস ও সিএনএন।

 
যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে দীর্ঘ ভুল সাজার ঘটনা।
এখন তার বয়স ৭০ বছর। লিভার ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।  
সোমবার ( ১৮ ডিসেম্বর) কাউন্টি জেলা অ্যাটর্নি বলেন, নতুন ট্রায়ালের জন্য যথেষ্ট প্রমাণ ছিল না।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) এক আদেশে বিচারক অ্যামি পালুমবো সিমনসকে নির্দোষ ঘোষণা করেন।
ওকলাহোমা কাউন্টি জেলা বিচারচক পালুমবো শুনানিতে বলেন, যে অপরাধের জন্য সিমনসকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল, তা তিনি করেননি।  
১৯৭৪ সালে ওকলাহামা শহরের উপকণ্ঠে এক মদের দোকানে ডাকাতির সময় ক্যারোলিন সু রজার্স নামে এক ব্যক্তির খুনের দায়ে তাকে এ সাজা ভোগ করতে হয়।
সিমনসের বয়স তখন ছিল ২২ বছর। ১৯৭৫ সালে তারা দোষী সাব্যস্ত হন এবং তার মৃত্যুদণ্ড হয়।  
মার্কিন সুপ্রিম কোর্টের রুলিংয়ে সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। সিমনস জানান, খুনের সময় তিনি লুসিয়ানায় ছিলেন।  

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক