লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টাস্কফোর্সে যোগ দেবে গ্রিস

সংগৃহীত ছবি

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টাস্কফোর্সে যোগ দেবে গ্রিস

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের গঠিত নৌবহরে একটি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গ্রীস। খবর আল জাজিরার।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেনডিয়াস জানান, একটি প্রধান বানিজ্যিক দেশ হিসেবে নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রীসের অবশ্যই অবদান রাখতে হবে।  

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত নৌবহরে প্রথমে দশটি দেশ অংশ নিয়েছিলো।

ইসরায়েলের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগে লোহিত সাগরে চলমান অন্তত এক ডজন জাহাজে এ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি।

অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নামক এই টাস্কফোর্সে অংশ নেওয়া প্রধান দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সিচিলিস এবং স্পেন।

পরে ডেনমার্কও টাস্কফোর্সটিতে যোগ দিয়েছে। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ইউরোপিয়ান নৌবাহিনীর মাধ্যমে এই নৌবহরে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা না দিলেও অস্ট্রেলিয়া টাস্কফোর্সটিতে ১১ জন সামরিক কর্মকর্তা প্রেরণের আশ্বাস দিয়েছে।

news24bd.tv/ab