শুক্রবার বায়ুদূষণের তালিকায় ঢাকা ১০০ শহরের মধ্যে প্রথম

সংগৃহীত ছবি

শুক্রবার বায়ুদূষণের তালিকায় ঢাকা ১০০ শহরের মধ্যে প্রথম

অনলাইন ডেস্ক

শুক্রবার ( ২২ ডিসেম্বর) চলতি বছরের সর্বোচ্চ বায়ুদূষণ ছিল। বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল প্রথম।  
এই বায়ুদূষণ তীব্র ছিল সকাল ১০টার দিকে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ৪৪০।

 
কাজগুলো করতে হবে। আজ ছুটির দিনে এমন স্কোর সত্যিই উদ্বেগজনক।
আইকিউএয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৫৫ গুণের বেশি।
 
বায়ুদূষণের কারণ হিসেবে বলা হয়, যানবাহন ও কলকারখানার ধোঁয়া । অথচ আজ সাপ্তাহিক ছুটির দিন।  

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক