মৃত্যুর দিনক্ষণ নির্ভুল বলে দেবে এআই!

সংগৃহীত ছবি

মৃত্যুর দিনক্ষণ নির্ভুল বলে দেবে এআই!

ডেথ ক্যালকুলেটর যন্ত্র তৈরি করেছেন ডেনমার্কের একদল বিজ্ঞানী। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটি বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সিস্টেমকে কাজে লাগিয়ে তৈরি করেছে এই ডেথ ক্যালকুলেটর। সূত্র, নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞানীদের দাবি, এই ক্যালকুলেটর যা নাকি হিসেব কষে মৃত্যুর দিন অবধি বলে দিতে পারে।

যার মৃত্যুদিন গণনা করতে হবে তার চাকরি, উপার্জন, পরিবার, আয়-খরচের হিসেব, অসুখ-বিসুখের ইতিহাস এমনকী তার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন সব দিক দেখে চুলচেরা বিশ্লেষণ করে এআই যন্ত্র হিসেব কষে বলে দেবে ঠিক কবে ও কোন সময় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার আগে অবশ্য ওই ব্যক্তি সম্পর্কে সব তথ্য  এআই সিস্টেমে আপলোড করতে হবে।

‘লাইফ২ভেক’ এই অ্যালগোরিদম নাকি ওই বিশেষ সিস্টেমে ইনস্টল করে রেখেছেন ডেনমার্কের বিজ্ঞানীরা। এই অ্যালগোরিদমেই কাজ করবে এই যন্ত্র।

আগে থেকে সব ডেটা আপলোড করতে হবে সিস্টেমে। তারপর হিসেব কষতে থাকবে যন্ত্র। আরও সঠিকভাবে মৃত্যুর দিন ও সময় গণনা করতে নাকি জীবনের টুকরো টুকরো ঘটনাও বিশ্লেষণ করবে ওই যন্ত্র।

এই যন্ত্রে মৃত্যু দিন জেনে কারা উপকৃত হয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন, ৭৮ শতাংশ ক্ষেত্রেই সঠিক রেজাল্ট দেবে এই যন্ত্র।



news24bd.tv/ডিডি