রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নতুন ব্যাকটেরিয়ার নামকরণ

সংগৃহীত ছবি

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নতুন ব্যাকটেরিয়ার নামকরণ

অনলাইন ডেস্ক

কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়ে সেটিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করেছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

জানা গেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যবিশিষ্ট উদ্ভিদবিদ্যার একদল গবেষক উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। তারা রবীন্দ্রনাথের নামের সাথে মিল রেখে এর নাম দিয়েছেন 'প্যান্টোয়া ট্যাগোরেই'।

গবেষণা দলটির সহকারী অধ্যাপক বোম্বা দাম আরও জানান 'উপমহাদেশের প্রথম নোবেলজয়ী এবং বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর আগে বিভিন্ন স্থানের নামকরণ করা হয়েছে। কিন্তু এবারই প্রথম কোনো জীবিত প্রাণীর নামকরণ করা হলো তার নামে।

মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ক্ষতিকর সার ব্যবহার করে আবাদি জমির ক্ষতি করে আসছে। আমাদের উদ্ভাবিত এই ব্যাকটেরিয়া শুধু মাটির গুনাগুণই রক্ষা করবে না বরং মাটির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে।

'

news24bd.tv/SC