নৌকার কর্মীদের হুমকি, গ্রাম পুলিশের বিরুদ্ধে ইসিতে অভিযোগ

সংগৃহীত ছবি

নৌকার কর্মীদের হুমকি, গ্রাম পুলিশের বিরুদ্ধে ইসিতে অভিযোগ

সিকদার জোবায়ের হোসেন, পটুয়াখালী :

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাঁধা ও হুমকির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে(ইসি) অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত আবু সালেহ ফরাজি কলাপাড়া উপজেলার ডালভুগঞ্জ ইউনিয়নে গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত।

আরও পড়ুন: শনিবার যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার  দিকে পটুয়াখালী-৪  নির্বাচনী এলাকার মহিপুর থানার অন্তর্গত ডালভুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে নৌকার কর্মী সমর্থকদের প্রচার-প্রচারনায় অংশ নিতে গ্রাম পুলিশ সদস্য আবু সালেহ ফরাজী বাঁধা ও হুমকি প্রদান করেন।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই গ্রাম পুলিশ সদস্য আবু সালেহ ফরাজী ইউনিফর্ম পরিহিত অবস্থায় থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নৌকার কর্মী-সমর্থকদের হুমকি প্রদান অব্যাহত রেখেছে। গ্রাম পুলিশ বিধায় সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়েছে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।

আরও পড়ুন: রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার নিয়োগ 

এ বিষয়ে পটুয়াখালী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, এরকম কোন অভিযোগ আমি এখনও পাইনি।

অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।