ভোটের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশনা

ফাইল ছবি

ভোটের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশনা

অনলাইন ডেস্ক

আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন  যাতে ইন্টারনেট পুরোদমে সচল থাকে এ ব্যাপারে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে  নির্দেশনা দেওয়া হয়েছে।
ইন্টারনেটে গতি ধীর বা গতিতে বিঘ্ন ঘটলে নির্বাচনের ফলাফল প্রকাশে যাতে দেরি না হয় সেজন্য এ নির্দেশনা। এছাড়া নির্বাচন স্বচ্ছ ও উৎসবমুখর করার জন্যও ইন্টারনেট জরুরি।
পরিপত্রে আরও বলা হয়,  ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আরও বলা হয়, ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত সময়ে ভোট গণনার তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সহকারী রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে নিজ নিজ সংস্থার যানবাহন ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

news24bd.tv/ডিডি