জোড়া গোলে ম্যানসিটিকে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জেতালেন আলভারেজ 

আলভারেজের গোল উদযাপন

জোড়া গোলে ম্যানসিটিকে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জেতালেন আলভারেজ 

অনলাইন ডেস্ক

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুক্রবার রাতে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। দলের সবচেয়ে বড় তারকা আরলিং হালান্ড না থাকায় মূল দায়িত্বটা ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের কাঁধে। সুযোগটা লুফে নিয়েছেন দুই হাতে। জোড়া গোলসহ একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক তিনিই।

ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে দেন আলভারেজ। ২৭ মিনিটে ফ্লুমিনেন্সের অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।

একের পর এক আক্রমণ করে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ৩-০ করে ফিল ফোডেনের বাঁ পায়ের শটে, পাস দিয়েছিলেন আলভারেজ।

৮৮ মিনিটে আবার আলভারেজ।

এবার বক্সের মাঝখান থেকে ডানপায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্জেন্টিনার ২৩ বছরের বিশ্বকাপজয়ী তরুণ।

এতে করে চলতি বছর ম্যানসিটি জিতলো পঞ্চম শিরোপা আর ইতিহাসের প্রথম কোচ হিসেবে তিনটি আলাদা দলকে ক্লাব বিশ্বকাপ জেতালেন গার্দিওলা। এর আগে তার কোচিংয়ে ২০০৯ আর ২০১১ সালে বার্সেলোনা এবং ২০১৩ সালে এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।
news24bd.tv/আইএএম