বড়দিন উদযাপনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক ভারতে

সংগৃহীত ছবি

বড়দিন উদযাপনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক ভারতে

অনলাইন ডেস্ক

শুক্রবার ( ২২ ডিসেম্বর) দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে ভারতে যান। সফরে তার স্ত্রীও রয়েছেন। পিটার হাস দিল্লি ও মুম্বাইতে অবস্থান করবেন বলে জানা গেছে। বড়দিন উপলক্ষ্যে তার এই ভ্রমণ বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।


ছুটি শেষে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় ফিরে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।  
পিটার হাস বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেন। পদ্মায় তার আগে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন।

১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর। পিটার হাসের শ্রীলঙ্কা সফর পূর্বনির্ধারিত হলেও তার ওই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তিনি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে মার্কিন দূতাবাসের একটি সূত্রে জানা গেছে।

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক