হুথির হামলার জন্য ইরানকে দুষলো যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

হুথির হামলার জন্য ইরানকে দুষলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে চলমান বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি কর্তৃক ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসন জানান, হুথিদেরকে অস্ত্র এবং তথ্য সরবরাহ করছে ইরান। খবর আল জাজিরার।

ওয়াটসন বলেন, ইরান দীর্ঘদিন ধরে হুথিকে অস্ত্র এবং তথ্য সরবরাহ করে আসছে।

এটি একটি আন্তর্জাতিক সংকট যার সমাধান আমাদেরকে একত্রে করতে হবে।

ইরানের ড্রোন এবং মিসাইলের সাথে হুথিদের ব্যবহৃত ড্রোন এবং মিসাইলের মিল খুঁজে পেয়েছে হোয়াইট হাউজ। ফিলিস্তিনে চালানো ইসরায়েলি বাহিনীর হামলাকে প্রতিহত করার উদ্দেশ্যে হুথি লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হুথির হামলার ফলে পণ্যবাহী জাহাজ বর্তমানে আফ্রিকা হয়ে ঘুরে যাচ্ছে, যার ফলে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডেনমার্কের এপি মলার মায়ের্স্কের মতো বেশকিছু জাহাজ কোম্পানি ইতোমধ্যে লোহিত সাগর দিয়ে পণ্য সরবরাহ স্থগিত করেছে। এছাড়াও, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বিশ্বের আরও ২০টি দেশের সমন্বয়ে হুথিদের মোকাবিলায় একটী টাস্কফোর্স গঠন করেছে, যারা লোহিত সাগরে টহল দেওয়ার মাধ্যমে পণ্যবাহী জাহাজকে সুরক্ষা দেবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা হুথিদের ছোঁড়া ১৮টি ড্রোনকে ভূপাতিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে হুথি।

হুথিকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে ইরান।

news24bd.tv/ab