তুরস্কে আইএস সন্দেহে ৪ শতাধিক গ্রেফতার

সংগৃহীত ছবি

তুরস্কে আইএস সন্দেহে ৪ শতাধিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া  শুক্রবার ( ২২ ডিসেম্বর) বলেন ,ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জিরো টলোরেন্স আমাদের। তাই সন্দেহ হলেই গ্রেফতার করা হচ্ছে।  
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় পুলিশ কিছু ভবনে প্রবেশ করছে এবং সন্দেহভাজনদের টেনে গাড়িতে তুলছে।
এএফপি জানায়, প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গত দুইদিনে।

৩২টি প্রদেশে অভিযান চালায় দেশটির টেরোরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর সদস্যরা। তবে দেশটির তিনটি বৃহত্তম নগরী আঙ্কারা, ইস্তাম্বুল এবং ইজমির থেকে বেশিরভাগ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারের কারণ হিসেবে বলা হচ্ছে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে এবং অক্টোবরের শুরুর দিকে সরকারি স্থাপনার কাছে বোমা বিস্ফোরণের পর সশস্ত্র গোষ্ঠী আইএস এবং বিভিন্ন কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করে আংকারা।
এর আগে ইস্তাম্বুলে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত সন্দেহে ১২ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
গত শনিবার (১৬ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। সূত্র,বার্তা সংস্থা আনাদুলু অ্যাজেন্সি।
news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক