আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতীকী পদযাত্রা শুরু

আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতীকী পদযাত্রা শুরু

অনলাইন ডেস্ক

আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে প্রতীকী পদযাত্রা। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই নাশকতার শিকার আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ওই পদযাত্রায় অংশ নেন। হতাহতদের পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে ওঠে শহীদ মিনার এলাকার বাতাস।  

‘আমরাই বাংলাদেশ’ এর আয়োজনে পদযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০টি সংগঠন।

 

পদযাত্রায় অংশ নেওয়া সচেতন নাগরিকরা বলেন, রাজনীতির নামে আগুন সন্ত্রাস প্রশ্রয় দেওয়া যায় না। বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী শক্তি আগুন সন্ত্রাস করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়।  

আজ বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা মৎস্য ভবন হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/আইএএম