পাবনায় কিডনী ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফাইল ছবি

পাবনায় কিডনী ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

বাংলাদেশে বর্তমানে প্রায় ২ কোটি মানুষ কিডনী রোগে আক্রান্ত রয়েছেন।  প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।  আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৪০ হাজার রোগীর কিডনী পুরোপুরি অকেজো হয়ে যায়। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনী রোগ থেকে পরিত্রান পাওয়া সম্ভব।

২২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পাবনা বনগ্রামে অবস্থিত বাংলাদেশ কিডনী ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ সেন্টার আয়োজিত বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই তথ্য জানান।
বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিডনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাঃ হারুন- অর-রশীদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাঃ খাজা নজিমউদ্দীন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, বনগ্রাম কিডনী ফাউন্ডেশনের চিকিৎসক প্রফেসর ডাঃ সাকিব-উজ-জামান, চিকিৎসক প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনারে পাবনায় অধ্যয়নরত মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের ভিডিও চিত্রের মাধ্যমে কিডনী রোগের চিকিৎসা পদ্ধতি উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত চিকিৎসক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকেরা মিলে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক