ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে হামলা ও ভারত বিরোধী স্লোগান

সংগৃহীত ছবি

ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে হামলা ও ভারত বিরোধী স্লোগান

অনলাইন ডেস্ক

আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের নিউইয়র্ক শহরের একটি হিন্দু মন্দিরের দেওয়ালে কালো রঙের স্লোগান লেখার অভিযোগ উঠেছে ভারত-বিরোধী খালিস্তানপন্থীদের উপর।

শনিবার (২৩ ডিসেম্বর) হিন্দুস্থান টাইমসের এক বরাতে জানানো হয়, 'হিন্দু আমেরিকান ফাউন্ডেশন' পরিচালিত স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে কিছু বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্ন ভারত-বিরোধী বক্তব্য লিখে দেয়।

এ ঘটনায় কানাডায় আত্মগোপনকারী খালিস্থানপন্থী নেতা গুরুপতবন্ত সিং পন্নুনের সংগঠন 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) জড়িত আছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ ইতোমধ্যেই পুলিশের কাছে বিষয়টি নিয়ে একটি অভিযোগ দায়ের করেছে।

ভারতীয় কনস্যুলেট ব্যাপারটি নিয়ে জো বাইডেন সরকারের কাছে একটি 'নিন্দা বার্তা' পাঠিয়েছে।

উল্লেখ্য, আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে ভারতের পাঞ্জাব প্রদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র খালিস্তানে রূপ দিতে তৎপর রয়েছে একটি গোষ্ঠী।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এর আগে কানাডার বেশ কয়েকজন খালিস্তানপন্থী নেতাকে হত্যার অভিযোগ তোলে কানাডার জাস্টিন ট্রুডো সরকার। কিন্তু বিষয়টিকে শুরু থেকেই নাকচ করে আসছিলো মোদী সরকার।

 

news24bd.tv/SC