ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক

ভোটের প্রতিবন্ধকতাকারী ছোট বড় যে কেউ হোক না কেন, কাউকে ছাড় নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

ভোট প্রতিহত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণে কোনো সংঘাত হলে ইসি সেটাও খতিয়ে দেখবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার করে যাবেন বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি।

সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না। ’

news24bd.tv/তৌহিদ