ফিলিস্তিনকে ১৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ইসি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনকে ১৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ইসি

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন কর্তৃপক্ষকে ১৩০ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান কমিশন। সহায়তার অর্থ পশ্চিম তীরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা এবং ফিলিস্তিনের হাসপাতালগুলোর জন্য ব্যয় হবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, আমরা ফিলিস্তিনকে দীর্ঘমেয়াদি সাহায্য করার ব্যাপারে আগ্রহী।

আমরা গাজা ও পশ্চিম তীরের জন্য ২০২৪ সাল ব্যাপী মধ্যবর্তী ত্রাণ সহায়তার ব্যাপারে ভাবছি। কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অঞ্চলটিতে দুইটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা।  

২০২৪ সালে ইউরোপিয়ান কমিশন গাজার জন্যও ১২৫ মিলিয়ন ইউরো সহায়তা বরাদ্দ করেছে।

গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রধান জোসেফ বরেল।

বরেল বলেন, অবস্থা খুবই ভয়াবহ এবং সংকট তীব্রতর হওয়ার আগেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যেকোনো উপায়েই হোক ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে হবেই।

news24bd.tv/ab