শুধু ব্যবসায়ীদের দায় দিলে হবে না: এফবিসিসিআই

শুধু ব্যবসায়ীদের দায় দিলে হবে না: এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ভবনে আগুন লাগাসহ যে দুর্যোগগুলো সৃষ্টি হয় এর জন্য শুধু ব্যবসায়ীদের দায় দিলে হবে না। প্রাকৃতিক দুর্যোগ প্রতিহত করার ক্ষমতা আমাদের না থাকলেও মানবসৃষ্ট দুর্যোগ প্রতিহত করতে পারি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই'র সভাপতি মাহবুবুল আলম।

আজ শনিবার সকালে রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে অ্যাকশন এইড, বাংলাদেশ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ‌‘প্রাকৃতিক দুর্যোগের ঝুকি মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর বিপণিবিতানগুলো কতটুকু প্ল্যানের মধ্যে গড়ে উঠছে সেদিকে গুরুত্ব দিতে হবে।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের  (বিডা) নির্বাহী চেয়ারম্যান বলেন, একই মতাদর্শ নিয়ে সব জায়গায় কাজ করা যাবে না। যখন যে পরিস্থিতি তৈরি হয় তখন সেই ধাপে কাজ করতে হবে। রাজউককেও জবাবদিহিতার আওতায় আনার আহবান জানান তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক