ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে জাপান

সংগৃহীত ছবি

ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে জাপান

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এর মধ্য দিয়ে নয় বছর পর অস্ত্র রপ্তানির ওপরে প্রয়োগকৃত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্সের।

সারা বিশ্বে শান্তিবাদী দেশ হিসেবে পরিচিত জাপান ক্ষেপণাস্ত্র রপ্তানির মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিজেদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে।

ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে দেশটির মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, ক্ষেপণাস্ত্র রপ্তানির মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে আরও জোরদার করতে যাচ্ছি। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।

যদিও যুদ্ধ চলছে এমন দেশগুলোতে অস্ত্র রপ্তানি করা জাপানের জন্য নিষেধ, তবুও ক্ষেপণাস্ত্র পাঠানোর এই উদ্যেগ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করবে।

ক্ষেপণাস্ত্র পাঠানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান জানান, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক শক্তি অনেকগুন বৃদ্ধি পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের একজন সরকারি কর্মকর্তা জানান, জাপানের পাঠানো ক্ষেপণাস্ত্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের বহরকে আরও সমৃদ্ধ করবে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মূলত যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনকে দেওয়া খুবই শক্তিশালী মাত্রার ক্ষেপণাস্ত্র। পুরোনো আইন অনুযায়ী জাপান সম্পূর্ন অস্ত্র রপ্তানি করতে না পারলেও অস্ত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করতে পারতো। নতুন আইন অনুযায়ী যেসকল দেশে অস্ত্রের প্যাটেন্ট করা আছে সেসকল দেশে জাপান অস্ত্র সরবরাহ করতে পারবে। তবে তৃতীয় কোনো দেশে এসকল অস্ত্র পাঠানোর সময় জাপানের অনুমতি লাগবে।

মার্কিন অস্ত্র প্রতিষ্ঠান রায়থিওন এবং লকহিড মার্টিনের লাইন্সেন্সে জাপান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে থাকে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাপান যুক্তরাজ্যের কাছে ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেলও রপ্তানি করতে চাচ্ছে।

news24bd.tv/ab