‘বোমা পড়লে ছেলেকে বলি- অ্যাকশন মুভি চলছে’

প্রতীকী ছবি

‘বোমা পড়লে ছেলেকে বলি- অ্যাকশন মুভি চলছে’

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ সুদানের চলমান গৃহযুদ্ধ নিয়ে হৃদয় বিদারক এক বক্তব্য দিয়েছেন রাশা আমিন নামের এক নারী। তিনি জানান, 'আমার ৫ বছরের বাচ্চাকে আশেপাশের কোনো জায়গায় বোম পড়ার শব্দ শুনলে বলি যে ওখানে অ্যাকশন সিনেমার শুটিং হচ্ছে।

যুদ্ধের কারণে ওরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সে কারণেই ওরা মাঝেমধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠ।

অক্টোবর মাসে একটি মিসাইল এসে আমাদের প্রতিবেশী বাড়িতে পড়ে। তখন গলফ বল সাইজের একটি ভাঙা অংশ এসে আমার বাড়ির দেওয়ালে গর্ত করে ফেলে। '

তিনি আরও জানান, 'আমি এখন ভয়ে ওদের জানালার পাশে শুতে দেইনা, কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। '

প্রায় ৭০ লক্ষ লোক তাদের বাড়ি থেকে পালিয়ে গেলেও ৩১ বছর বছর বয়সী এই স্কুলশিক্ষিকা তার পরিবারসহ অনেকের মত লড়াইয়ের মধ্যে আটকা পড়েছেন।

স্মার্টফোনের মাধ্যমে বিবিসিকে এক ভিডিওতে তিনি দেখান যুদ্ধের কারণে তার বাসার দেওয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং কয়েক জায়গার দরজা-জানালা ভেঙে গেছে।

উল্লেখ্য, গৃহযুদ্ধে ইতোমধ্যে ১০ লক্ষ লোকের মৃত্যু হয়েছে সুদানে।  দেশটির রাজধানী খার্তুমকে রুটির ঝুড়ি বলা হয় কারণ নিজেদের ৭০ শতাংশ গমের উৎপাদন করে এই শহরটি। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি এমন চলতে থাকলে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে এ অঞ্চলে।

news24bd.tv/SC