মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর 

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর 

সেতু ইসলাম, মুন্সীগঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দ্বন্দ্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার ভবেরচর পার্টি অফিসে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ভবেরচর এলাকায় অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দিয়ে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের একটি মিছিল গান বাজিয়ে যাচ্ছিল।

এসময় পার্টি অফিসেও নৌকার পক্ষে নির্বাচনী গান বাজছিল। সেই গান বাজানো নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকরা পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চলায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, আওয়ামী লীগের পার্টি অফিসে গান বাজছিল, এসময় স্বতন্ত্র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার পথে গান বাজানো নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের পরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে খবর পাই।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে নিশ্চিত হয়ে এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক