নতুন উদ্যোমে এগিয়ে যাচ্ছে এসইডিএ ফাউন্ডেশন 

সংগৃহীত ছবি

নতুন উদ্যোমে এগিয়ে যাচ্ছে এসইডিএ ফাউন্ডেশন 

অনলাইন ডেস্ক

এসইডিএ ফাউন্ডেশন বাংলাদেশের ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় উত্তরাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সংগঠনটির প্রধান কার্যালয়ের অফিস উদ্বোধন, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও জেলা কমিটি প্রকাশ এবং অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের বিগত বছরের আর্থিক বিবরণী পাঠ ও অনুমোদন এবং চলতি ২০২৪ সালের বাজেট উত্থাপন করা হয় যা সাথে অনুমোদন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা  বীরমুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলা জজ (অবঃ), উদ্ভোধক প্রকৌশলী হরিপদ রায়, নির্বাহী অফিসার, কালিয়াকৈর পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ।  আলোচক প্রকৌশলী রঞ্জন কুমার বণিক, সিইও, প্রগতি ইঞ্জিনিয়ারস্ এন্ড কনসালটেন্ট লি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  মোঃ মোক্তার হোসেন সামির। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইমরোজ সালাম ধুসর, মহাসচিব (কেন্দ্রীয়)।

অনুষ্ঠানে প্রকৌশলী রঞ্জণ কুমার বণিক বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সব সময় এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ এর পাশে আছি এবং থাকবো। আমি, আরো বলতে চাই
এই ফাউন্ডেশন সত্যিকার অর্থে একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান।  

অনুষ্ঠানের  উদ্বোধক প্রকৌশলী হরিপদ রায় বলেন, এ সংগঠনের সততা ও নিষ্ঠার সহিত কাজ করছে বলে আমি এর সাথে আছি ও থাকবো। এ সংগঠন সারা বাংলাদেশে এর কার্যক্রম আরো দ্রুত ছড়িয়ে পরবে। আমি আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা করে যাব।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলাজজ (অবঃ) বলেন, আমি আমার আইনি পেশাতে থেকে আমি দীর্ঘ ৬ বছর এ সংগঠনের সাথে জড়িত। আমি অতিমুগ্ধ এ সংগঠনের কার্যক্রম এর সাথে জড়িত থাকতে পেরে। শুধু তাই নই আমাকে এ সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত করায় আমি আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এ সংগঠনের উত্তোরোত্তর উন্নতি এবং আমার সন্তানতুল্য প্রতিষ্টানের চেয়ারম্যান (প্রতিষ্ঠাতা) মোঃ মোক্তার হোসেন সামিরকে আন্তরিক সাধুবাদ জানাই ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক মোহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, আমরা কিশোর আমরাই যুবক আমরাই যদি চেষ্টা করি তাহলে পারবো দেশকে উন্নতি এবং বিভিন্ন অপরাধ থেকে  যুবক-কিশোরদের দূরে রাখতে। আর তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ। আমি আশা করি আমরা সকলেই এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ এর পাশে আছি, থাকবো।  

কেন্দ্রীয় উপদেষ্ঠা কমিটি ২০২৪-২০২৬ এ যারা আছেন:
১. উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ হলেন- প্রধান উপদেষ্টা- বিচারপতি আফজাল হোসেন আহমেদ-সাবেক বিচারপতি হাইকোর্ট ডিভিশন ও সাবেক সচিব আইন বিষয়ক সংসদীয় মন্ত্রনালয়, 
২. উপদেষ্টা- বীরমুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলাজজ (অবঃ), 
৩. উপদেষ্টা-হাজী মোঃ আব্দুল আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, 
৪. উপদেষ্টা-প্রকৌশলী হরিপদ রায়, নির্বাহী কর্মকর্তা, কালিয়কৈর পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ
৫. উপদেষ্টা- সাইফুর রহমান ভূইয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মহাব্যবস্থাপক (মোয়াজউদ্দিন গ্রুপ),
৬. উপদেষ্টা-প্রকৌশলী রঞ্জন কুমার বনিক, সিইও-প্রগতি ইঞ্জিনিয়ারস্ এন্ড কনসালটেন্ট, 
৭. উপদেষ্টা- মোঃ বাবুল হোসেন মোল্লা এবং 
৮. উপদেষ্টা- মোহাম্মদ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন।   

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা যারা আছেন- 
১. মোঃ মোক্তার হোসেন সামির-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান. 
২. মোঃ আমিরুল ইসলাম-সিনিঃ ভাইস চেয়ারম্যান, 
৩.  অন্তরা আক্তার লাবণী-বাইস চেয়ারম্যান, 
৪. মোঃ ইমরোজ সালাম ধুসর-মহাসচিব, 
৫. রব্বানী সুলতান-যুগ্ম মহাসচিব, ৬. 
৬.তাজওয়ার ওয়ালী- যুগ্ম-মহাসচিব, 
৭. শামীমা সুলতানা শাম্মী-সাংগঠনিক সম্পাদক, 
৮. মোসাঃ সারমিন আক্তার-যুগ্ম- সাংগঠনিক সম্পাদক, 
৯.  মোঃ মাহবুবর রহমান আরিফ- অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ), 
১০. মোঃ আলিফ উদ্দিন-দপ্তর, প্রচার বিষয়ক সম্পাদক, 
১১.  আব্দুল্লা আল সেতু- আইন বিষয়ক সম্পাদক, 
১২.  ইয়াদুন্নাহার মিতু- নারী ও শিশু বিষয়ক সম্পাদক, 
১৩. মোঃ হাসিব উদ্দিন-শিক্ষা, ত্রান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, 
১৪. সৌরভ দাস- আন্তজাতিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, 
১৫. মোঃ আমানুল্লাহ আমান-ধর্ম ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, 
১৬.  মোঃ শিপলু বেপারী শ্রাবণ- সদস্য সচিব এবং 
১৭. আহসান আরিফ- সদস্য


news24bd.tv/aa

সম্পর্কিত খবর