‌‌‘সালমানকে বাঁচাতে পারবেন না ট্রাম্প’

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে র‍্যান্ড পল

‌‌‘সালমানকে বাঁচাতে পারবেন না ট্রাম্প’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে থাকায় মার্কিন সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

কিন্তু এ ঘটনায় সৌদি যুবরাজের হাত থাকার বিষয়টি ট্রাম্প ধামাচাপা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর র‍্যান্ড পল।

কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই সিনেটর সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সালমান ও ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই যে খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে এসেছে।

কাজেই এখন আর তা ধামাচাপা দিয়ে রাখা যাবে না।

র‍্যান্ড পল বলেন, খাসোগি হত্যার দায়ে সৌদি আরবে আটক গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।

মোহাম্মাদ বিন সালমানকে বাঁচানোর জন্য এসব গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে। কাজেই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে মোহাম্মাদ বিন সালমানের বিচার করার উদ্যোগ নেওয়া উচিত।

বলেন কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই সিনেটর।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর