ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামোভ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুজনের মধ্যে কথা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দার জানান, ৬ থেকে ৭ মের মধ্যে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়, যাতে ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। তিনি বলেন, এই হামলার জবাবে পাকিস্তান ভারতের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে। ইসহাক দার আরও জানান, পরিস্থিতির ব্যাখ্যা দিতে তিনি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে, বায়রামোভ এই হামলায় বেসামরিক প্রাণহানির...
পাকিস্তানের সঙ্গে সংহতি জানিয়ে যে বার্তা দিলো আজারবাইজান
অনলাইন ডেস্ক

যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে যা জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক

আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আছি। এই ঘৃণ্য, মানবতা-বিচ্যুত দানবদের জবাবদিহির আওতায় নিয়ে আসবো এবং পহেলগামের নিরীহ নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবো বলে জানিয়েছেনযুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।বৃহস্পতিবার (৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।সিএনএন বরাত এ খবর জানিয়েছে এনডিটিভি। বিনয় মোহন কোয়াত্রা বলেন, ২২ এপ্রিলের সেই সন্ত্রাসী হামলা ছিল চরম নিষ্ঠুরতা। পৃথিবীর কোনো সভ্য দেশ এমন সন্ত্রাসীদের ছাড় দিতে পারে না, এবং ভারতও তা করেনি। রাষ্ট্রদূত কোয়াত্রা আরও জানান, আমরা খুবই নির্ভুল ও সীমিতভাবে প্রতিক্রিয়া জানিয়েছি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত তাদের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও সমন্বিত সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। আমাদের লক্ষ্য ছিল একটাইএই...
পাকিস্তানের ভয়ে দিল্লিও তটস্থ, সব ছুটি বাতিল
অনলাইন ডেস্ক

পাকিস্তান থেকে ড্রোন হামলার আশঙ্কার ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও আন্তর্জাতিক সীমান্তে ড্রোন হামলার খবর আসার পর দিল্লি সরকার ও দিল্লি পুলিশ সদর দপ্তর পৃথক নির্দেশনা জারি করে জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ছুটি নিতে পারবেন না। এই নির্দেশনা দিল্লির সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। একইসাথে, রাজধানীর সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবারের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন স্থাপন করতে। ইতোমধ্যে দ্বারকা, উত্তম নগর, নাজাফগড় ও কাপাসেরায় বৈদ্যুতিক ও ম্যানুয়াল সাইরেন...
মস্কোতে শি জিনপিং-পুতিনের বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
অনলাইন ডেস্ক

বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোয় বৃহস্পতিবার (৮ মে) এক বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনে চার ঘণ্টার বৈঠক শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উভয় নেতা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, যেখানে তারা চীন-রাশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন যুগে উন্নীত করার কথা জানান। বৈঠক শেষে পুতিন বলেন, বর্তমান ভূরাজনৈতিক সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীন-রাশিয়া পররাষ্ট্রনীতি একটি স্থিতিশীলতার প্রতীক। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধের দিকে ইঙ্গিত করে পুতিন আরও বলেন, চীনের সঙ্গে একটি ন্যায়ের ও উন্মুক্ত বিশ্ব ব্যবস্থা গঠনের পক্ষে আমরা কাজ করছি। শি জিনপিং বলেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর