গাজায় ইসরায়েলি হামলায় ১০০ সাংবাদিক নিহত

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি হামলায় ১০০ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ১০০ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর। এ তালিকায় অতি সম্প্রতি যুক্ত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হুইদি, যাকে শনিবার (২৩ ডিসেম্বর) পূর্ব গাজায় অবস্থিত তার বাড়িতে এক বিমান হামলায় হত্যা করা হয়। খবর আল জাজিরার।

দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের হিসাবমতে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার ক্যামেরাম্যান সামির আবুদাকাও রয়েছেন।

 

ইসরায়েলি হামলায় গাজায় ৫০টিরও বেশি মিডিয়া অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিকদের পরিবারের শত শত সদস্য দক্ষিণ গাজায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমনকি সাংবাদিকদেরকে তাদের যন্ত্রপাতি উত্তর গাজায় অবস্থিত মিডিয়া অফিসগুলোতে ফেলে রেখে আসতে বাধ্য করা হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের সুরক্ষিত রাখা বাধ্যতামূলক হলেও ইসরায়েল এই আইনকে নিয়মিত লঙ্ঘন করছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল টিম ডাউসন বলেন, গাজায় নিহত সাংবাদিকদের ক্রমবর্ধমান সংখ্যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মনে হয়না অন্য কোনো সংঘাতে এতো সাংবাদিক মারা গিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে গাজায় কমপক্ষে ১০০০ সাংবাদিক ছিলেন। তাদের মধ্যে যদি ১০ শতাংশও নিহত হয়ে থাকেন তবে সেটি খুবই বড় অঙ্ক।

ইসরায়েল কি সাংবাদিকদেরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিনা জানতে চাইলে ডাউসন বলেন, আমার কাছে অনেকেই বলেছেন যে তারা ইসরায়েলের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে হুমকি পাচ্ছেন। শুধু সাংবাদিকরাই নন বরং তাদের পরিবারের সদস্যরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

news24bd.tv/ab