যে দোয়ায় ইউনুস (আ.) কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন

প্রতীকী ছবি

যে দোয়ায় ইউনুস (আ.) কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন

অনলাইন ডেস্ক

ইউনুস (আ.) আল্লাহর নবী ছিলেন। মাছের পেটে দীর্ঘ দিন অবস্থান করেন তিনি। এ সময় তাঁর প্রার্থনা ছিল কেবল একটি দোয়া। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর ইউনুস (আ.)-এর কথা স্মরণ করুন, তিনি রাগ করে বের হয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি তার ওপর সক্ষম নই।

অতঃপর সে অন্ধকারে ডাক দিয়েছিল এই বলে, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান। আমি সীমালঙ্ঘনকারী। অতঃপর আমি তাঁর ডাকে সাড়া দেই এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্ত করি। এভাবে আমি মুমিনদের উদ্ধার করি।


’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)

দোয়াটি হলো, 

لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু  মিনাজ জলিমিন।  

অর্থ : আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভূক্ত।

হাদিস : সাআদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মাছের পেটে অবস্থানকালে ইউনুস (আ.) উল্লিখিত দোয়াটি পড়তেন। কোনো মুসলিম ব্যক্তি তা নিয়মিত পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। ’ (তিরমিজি, হাদিস : ৩৫০৫) 

এই রকম আরও টপিক