টেলিভিশন চ্যানেলগুলোকে চাপ দিচ্ছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

টেলিভিশন চ্যানেলগুলোকে চাপ দিচ্ছে সরকার: রিজভী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী অভিযোগ করেন, বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলকে চাপ দিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযাগ করেন রিজভী।

তিনি বলেন, বিটিভি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হলেও নির্বাচনী তফসিল ঘোষণার পরও আওয়ামী লীগের পক্ষে একচেটিয়া প্রচারণা চালানো হচ্ছে। গতকাল একটি বেসরকারি টেলিভিশনে নির্বাচনী জনমত জরিপের নামে ক্ষমতাসীন দলের পক্ষে কৃত্রিমভাবে জনমত বেশি দেখিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে-যা সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘনই নয়, ক্ষমতাসীনদের পক্ষে নগ্ন দালালির নামান্তর মাত্র।

রাষ্ট্রীয় ও বেসরকারি টিভি চ্যানেলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টেলিভিশনে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো চিহ্নই নেই, তফসিল ঘোষণার পরও রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ কতিপয় বেসরকারি টেলিভিশন নির্লজ্জ মোসাহেবী করছে সরকারি দলের পক্ষে।

অবিলম্বে সবটেলিভিশন চ্যানেলগুলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা নিতে ইসির প্রতি আহবান জানান বিএনপির এ নেতা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর