তৃতীয় দিনে কত আয় করলো শাহরুখের 'ডানকি'

সংগৃহীত ছবি

তৃতীয় দিনে কত আয় করলো শাহরুখের 'ডানকি'

অনলাইন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত দুই সিনেমা 'পাঠান' ও 'জওয়ান' বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে সেই তুলনায় বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ডানকি'। তবে দ্বিতীয় দিনের তুলনায় মুক্তির তৃতীয় দিনে সিনেমাটির আয় কিছুটা বেড়েছে। তৃতীয় দিনে শনিবার সিনেমাটির বক্স অফিস কালেকশন হয়েছে সাড়ে ২৫ কোটি।

 

শাহরুখ খানের 'ডানকি' সিনেমা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। 'ডানকি' সিনেমা নিয়ে বক্স অফিসের তথ্য নিয়মিত প্রকাশ করছে বলিউড ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক।  

স্যাকনিল্কের মতে, মুক্তির প্রথম দিনে ২৯ কোটির বেশি আয় করেছে সিনেমাটি। এ আয় জওয়ান, অ্যানিমাল, পাঠান, টাইগার থ্রি, গদর টু এমকি সুপার ফ্লপ সিনেমা আদিপুরুষের প্রথম দিনের আয়ের চেয়েও কম।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও হতাশাজনক রিপোর্ট বক্স অফিসের। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে 'ডানকি' সিনেমার আয় আরও কমেছে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ২০ কোটি রুপি।

k

এ হিসাব অনুযায়ী, তিন দিনে শাহরুখ অভিনীত 'ডানকি' সিনেমার আয় দাঁড়িয়েছে মোট প্রায় ৭৫ কোটি রুপি।

চলতি বছরে ব্যবসার নিরিখে প্রথম স্থানে 'জওয়ান', 'পাঠান', দ্বিতীয় স্থানে 'অ্যানিমেল'। তারপর যথাক্রমে 'টাইগার ৩', 'গদর ২', 'আদিপুরুষ'।

অন্যদিকে প্রথম দিনের ব্যবসার নিরিখে রয়েছে 'জওয়ান', আয় করেছে ৬৫ কোটি। 'অ্যানিমেল' দ্বিতীয় স্থানে, সেই ছবি ৬০ কোটি আয় করে প্রথম দিনে। তৃতীয় স্থানে 'পাঠান' আয় করেছে ৫৭ কোটি। সে সবের চেয়ে কিন্তু 'ডানকি' অনেকটাই পিছিয়ে। প্রথম দিনে আয় করেছে ২৯ কোটি।

রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক