বড়দিনকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন পাকিস্তানের খ্রিস্টান ধর্মাবলম্বীরা

প্রতীকী ছবি

বড়দিনকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন পাকিস্তানের খ্রিস্টান ধর্মাবলম্বীরা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের জারানওয়ালা শহরের খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। এর কারণ হিসাবে মূলত শহরটির খ্রিস্টান জনগোষ্ঠীর উপাসনালয় গির্জা এবং তাদের ঘরবাড়িতে আক্রমণকে দায়ী করা হচ্ছে। খবর বিবিসির।

এ বছর ১৬ আগস্ট এলাকায় অবস্থিত মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের পৃষ্ঠা ক্ষতিগ্রস্থ করার অভিযোগ তোলা হয় একই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে।

এ ঘটনায় বহু মানুষ একত্রিত হয়ে উপাসনালয় গির্জা এবং তাদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালায়।

ঘটনার পর যদিও এলাকার পুলিশ প্রশাসন ৩৫০ জনের অধিক লোককে আটক করে। কিন্তু আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব যীশুখ্রিস্টের জন্মদিন, বড়দিনকে কেন্দ্র করে অনিরাপত্তায় ভুগছেন এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মের মানুষরা।

যদিও পরবর্তীতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুর্ননির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছিলো।

কিন্তু ঘটনাটির আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বহু খ্রিস্টান পরিবার।

হামলায় বেঁচে যাওয়া একজন ব্যক্তি জানিয়েছে, 'যীশু আমাদের রক্ষাকর্তা। তিনিই আমাকে এই অনাকাঙ্ক্ষিত হামলা থেকে রক্ষা করেছেন।

news24bd.tv/SC