গণফোরামে সাবেক ১০ সেনা কর্মকর্তা

সাবেক ১০ সেনা কর্মকর্তার যোগদান। সংগৃহীত ছবি

গণফোরামে সাবেক ১০ সেনা কর্মকর্তা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ড. কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরামে যোগ দিয়েছেন দেশের ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বলে নিশ্চিত করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

আর যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

এ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু বলেন, কিছুক্ষণের মধ্যে যোগদান ১০ জনের নাম এবং তাদের সম্পর্কে বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ওই কর্মকর্তারা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, শেখ আকরাম আলী, মোহাম্মদ শহিদুল্লাহ, এএফএম নুরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর মাসুদুল হাসান, মো. এমরান, মো. বদরুল আলম সিদ্দিকী।

বিমান বাহিনীর কর্মকর্তারা হলেন, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ফোরকান আলম খান, মো. হাবিব উল্লাহ ও মো. মাহমুদ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে সাবেক এ সামরিক কর্মকর্তারা গণফোরামে যোগ দিলেন। গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট বেঁধে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

গণফোরামের নির্বাহী সুব্রত চৌধুরী বলেন, ‘এ যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে আপনাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা এক সঙ্গে কাজ করব, দেশের কাজ করব। ’

‘এখন যে লড়াইটা হচ্ছে, সেটা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার। আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, আমরা মনে করি বাংলাদেশে জন্য, এটা আমাদের জন্য একটা সর্বশেষ সুযোগ। এ পরিবর্তনের লড়াইয়ে অবশ্যই আমাদের জিততে হবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর