খেলা না ছাড়তেই কোচিংয়ে পোলার্ড 

সংগৃহীত ছবি

খেলা না ছাড়তেই কোচিংয়ে পোলার্ড 

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে নেই বটে, তবে এখনো অনেক দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন কাইরন পোলার্ড। এই খেলার মধ্যেই কোচ হিসেবে চুক্তি করলেন তিনি। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে তাকে।

পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইসিবি। তারা জানিয়েছে, ‘আগামী টি২০ বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে থাকবেন পোলার্ড। ’

ইসিবি আরও জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে পোলার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছে পোলার্ড।

মুম্বাইতে এখন কোচের ভূমিকাও পালন করছেন তিনি। এই সংস্করণের ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা থাকা পোলার্ড ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করে ইসিবি, ‘২০১২ টি২০ বিশ্বকাপ জয়ের অংশ পোলার্ড। এই সংস্করণে ৬০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ’

news24bd.tv/SHS