গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

গাজার আল মাগাজি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, আল মাগাজি ক্যাম্পে যা ঘটেছে তা গণহত্যা।

জনবহুল একটি আবাসিক এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে।

হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং প্রচুর বাড়িঘর ধূলায় মিশে গেছে। অনেককে ধ্বংসস্তুপের ভেতর থেকে প্রিয়জনদের লাশ খুঁজে বের করতে দেখা গেছে।

মেয়ে ও নাতিকে হারানো আহমেদ তুরকমানি জানান, আমাদের সবাইকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

গাজায় আর কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট নেই।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানান, আল মাগাজি ক্যাম্প হচ্ছে মধ্য গাজার সবচাইতে জনাকীর্ণ এলাকা। পূর্বে ইসরায়েলি বাহিনী গাজার নাগরিকদেরকে এই ক্যাম্পে আশ্রয় নিতে বলেছিলো। কিন্তু রোববারের হামলায় পুরো এলাকা মাটিতে মিশে গিয়েছে।

আজুম বলেন, মূলত বেসামরিক ব্যক্তিদেরকে লক্ষ্য করে হামলাটি করা হয়। দুই মাসের শিশুও হামলা থেকে রেহাই পায়নি। গত সপ্তাহে জাবালিয়া ক্যাম্পে যে হামলা হয়েছিলো এটি সেরকমই একটি হামলা।

নভেম্বর মাসেও আল মাগাজি ক্যাম্পে হামলায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

হামলার ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলেছে হামাস।

news24bd.tv/ab