নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইল মিল নামে একটি রপ্তানিমুখী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কাপড়ের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত এইচ এইচ টেক্সটাইল মিল এর ভিতরে গোডাউন রাতে আগুন লাগে।
এইচ এস টেক্সটাইল মিল কারখানার এজি এম এডমিন মোঃ মনিরুজ্জামান জানান, রাত আনুমানিক ৩টার তাদের কারখানা এইচ এস টেক্মটাইল মিলের বন্ডেড ওয়্যার হাউজ নামে একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে।
নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, সোনারগাঁ ফায়ার সাভির্সের ২টি ইউনিট ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে গোডাউনের সেটসহ গোডাউনে থাকা কাপড় পুড়ে যায়। সকাল ৯টা ৫৫ মিনিটি পুরো আগুন নিভাতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা জানান, এইচ এইচ মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করায় আশপাশের এলাকায় আগুন ছড়াতে পারেনি। কাপড়ের গোডাউনটি আলাদা হওয়ায় কারখানার ভিতরে আগুন ছড়াতে পারেনি।
news24bd.tv/DHL