নির্বাচনের কারণে পেছাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ফাইল ছবি

নির্বাচনের কারণে পেছাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরুর সময় পিছিয়ে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়, তবে ২০২৪ সালের জন্য তা পিছিয়ে ১৫ জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবি।

জানা গেছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক হয়। নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।

জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ঠিক কবে থেকে মেলা শুরু করা যায়, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

ইপিবির কর্মকর্তারা জানিয়েছেন, মেলার প্রস্তুতি হিসেবে মূল ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব কাজের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের কাজ চলছে।

অনেক ব্যবসা প্রতিষ্ঠান বুকিং দিয়েছে। তবে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা বাড়ছে না। গত বছরের মতোই থাকছে।

ইপিবির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম সমকালকে বলেন, এবার নির্বাচনের কারণে ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না। ২০২৪ সালের জানুয়ারির ২০ বা ২২ তারিখের দিকে মেলা শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

দুই বছর ধরে রাজধানীর নিকটবর্তী এলাকা পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। আগামী বছর সেখানে তৃতীয়বারের মতো মেলা অনুষ্ঠিত হবে। গত বছর দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন মেলায় অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১০টি দেশের ব্যবসায়ীরা মেলায় পণ্য প্রদর্শন করেন।

news24bd.tv/DHL