বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব চলছে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আজ (২৫ ডিসেম্বর) শেষ হচ্ছে ৯ দিনব্যাপী এ উৎসব। দেশাত্ববোধক গানে সমবেত নৃত্যের পাশাপাশি একক সঙ্গীত ও আবৃত্তির বৈচিত্রময় সব পরিবেশনা নিয়ে ছিল উৎসব।
সেতার-সেরোদ, এস্রাজ, বেহালা, দোতারা, তবলার সাথে বাহারি যন্ত্র সুরের মূর্ছনায় “জয় বাংলা বাংলার জয়”.. বিজয়ের পরিবেশনা দিয়ে গত রোববার (২৪ ডিসেম্বর) শেষ হয় ৮ম দিনের পরিবেশনা।
গত রোববার সন্ধ্যায় শুরুতেই যন্ত্রসংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল আরাধনা।
এরপর আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন আতিকুর রহমান উজ্বল, পরিবেশিত হয় ‘জয় বাংলা জয় বাংলা। ’ এরপরেই রবীন্দ্র সঙ্গীত ‘বরিষ ধরা মাঝে’ পরিবেশন করেন শাহনাজ নাসরীন ইলা এবং একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক। আবার সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল কাঁদামাটি। নৃত্য পরিচালনায় করেন আমিনুল আশরাফ। একক সংগীত পরিবেশন করেন সুমাইয়া জাহান শিমু।
ধারাবাহিক এ আয়োজনে সমবেত নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক মোফাফসল আলিক। এরপর আবৃত্তি পাঠ করেন বেলায়েত হোসেন। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে আরাধনা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন প্রিয়াংকা সাহা। এরপর একক সংগীত পরিবেশন করেন হৈমন্তি রক্ষিত। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করে আতিকুর রহামন উজ্বল। এরপর একক সংগীত পরিবেশন করেন কাজল দেওয়ান। আবার সমবেত নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার।
জমজমাট এ উৎসবে ‘গণজাগরণের সংগীত’ পরিবেশন করে ঝষিজ শিল্পীগোষ্ঠী। সবশেষে সমবেত নৃত্য পরিবেশনা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য দল ‘চলো বাংলাদেশ’।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন-নৃরুল হাসনাত জিলানী।
news24bd.tv/DHL