নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান কাদেরের

নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হোক বা স্বতন্ত্র প্রার্থী হোক নির্বাচনের নামে শান্তি বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যাথাযথ ব্যবস্থা নেবে।

দেশের শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি অসহযোগ আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বিরুদ্ধে শান্তি কর্মসূচি হয় না। শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্থ করতে বিএনপি অসহযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিচ্ছে।

 

১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সিপিডির কাছেই ওই টাকার সন্ধান নিতে হবে।

news24bd.tv/তৌহিদ