দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ক্রমাগত চীনের সীমানায় অনুপ্রবেশ করছে এবং অঞ্চলটির নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার মাধ্যমে সমস্যার সৃষ্টি করছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য পিপলস ডেইলি।
সোমবার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে ফিলিপাইন চীনকে উত্তেজিত করছে। ফিলিপাইনের এমন ভয়ানক আচরণ আঞ্চলিক শান্তি এবং ভারসাম্যকে বিনষ্ট করছে।
প্রতিবেদনটির ব্যাপারে প্রশ্ন করা হলে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দক্ষিণ চীন সাগরের দায়িত্বে নিয়োজিত টাস্কফোর্স কোনো উত্তর দেয়নি।
অতি সাম্প্রতিককালে চীন এবং ফিলিপাইনের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দুই পক্ষই একে অন্যকে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দোষ দিয়ে আসছে। সর্বশেষ ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধানকে বহন করা একটি জাহাজে চীনের হামলা করার অভিযোগ উত্থাপিত হয়েছিলো।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই চীন নিজেদের বলে দাবি করলেও অঞ্চলটি নিয়ে ফিলিপাইন, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামেরও দাবি রয়েছে।
গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইন কর্তৃক যেকোনো ধরণের ভুল হিসাব-নিকাশের ফলাফল অত্যন্ত অপ্রীতিকর হবে বলে হুঁশিয়ার করেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে ফিলিপাইনের সামরিক সম্পর্ক জোরদার করতে চাওয়ার ফলেই চীনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
চলতি মাসেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সহযোগীতায় দক্ষিণ চীন সাগরে একটি নৌবহর পাঠায়, যার তীব্র নিন্দা জানিয়েছে চীন।
ফিলিপাইনের সাথে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তিকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীনকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং ফিলিপাইন কর্তৃক চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনকে সমর্থন করার মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে বলে মন্তব্য প্রতিবেদনটিতে জানিয়েছে দ্য পিপলস ডেইলি।
ঝং শেং ছদ্মনামে লেখা প্রতিবেদনটিতে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের এমন আচরণের পরিণতি অনেক ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়।
news24bd.tv/ab