আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নায়ক ফেরদৌসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকার সুলতানগঞ্জ রোডে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ফেরদৌসকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের আহ্বান জানান।
জানা গেছে, রায়েরবাজার পৌঁছানো মাত্রই মিশা সওদাগরকে স্লোগান দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।
এসময় মিশা সওদাগর ভোটারদের বলেন, ফেরদৌস আমার ছোট ভাই।
মিশা সওদাগর আরও বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুধু আমার সঙ্গেই নয় বরং চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকের সঙ্গেই ফেরদৌসের খুব ভালো সম্পর্ক। এজন্যই আমি তার পক্ষে ভোট চাইতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস, যদি সে এমপি হতে পারে তাহলে এলাকার উন্নয়নে কাজ করে যাবে। সাধারণ মানুষ উপকৃত হবে।
news24bd.tv/DHL