রাজশাহীতে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ১ টার দিকে রাজশাহী-৪ বাঘমারা আসনের গৌরুপুর ইউনিয়নের আচিন তলায় নৌকার অফিসে আগুন দেয়া হয়। নৌকার সমর্থকরা জানান, গতকাল রাতে আচিন তলা অফিসে কয়েকজন আগুন লাগিয়ে পালিয়ে যায়। তারা স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য এনামুল হকের সমর্থক।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে জানান নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv/DHL