রাশিয়ার ২৮টি ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

সংগৃহীত ছবি

রাশিয়ার ২৮টি ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়ার ছোঁড়া ৩১টি ড্রোন এবং দুইটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৮টি ড্রোনকে ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্রিমিয়া থেকে এ ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, আকাশযুদ্ধের ফলাফল হিসেবে ওডেসা, খারসন, মাইকোলাইভ, দোনেৎস্ক, কিরোভহরাদ এবং খামেলনিতস্কি অঞ্চলে রাশিয়ার ছোঁড়া ২৮টি শাহেদ প্রজাতির অ্যাটাক ড্রোনকে ভূপাতিত করেছে আমাদের বাহিনী।

এ ঘটনায় কোনো সামরিক বা বেসামরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের দক্ষিণে আজভ সাগরের তীরে অবস্থিত রাশিয়ার দখলকৃত মারিউপোল শহরে দুইটি রাশিয়ান যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।  

রোববার (২৪ ডিসেম্বর) রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের মধ্যকার ১০০০ কিলোমিতার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে একে অপরের যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি তোলে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক