মার্কিন সামরিক বাহিনীর জন্য ৮৮৬ কোটি ডলারের বাজেট পাশ

সংগৃহীত ছবি

মার্কিন সামরিক বাহিনীর জন্য ৮৮৬ কোটি ডলারের বাজেট পাশ

অনলাইন ডেস্ক

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খরচের জন্য ৮৮৬ কোটি ডলার বরাদ্দ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রতিরক্ষা নীতি নামে পরিচিত এক বিলে সই করেন তিনি। বরাদ্দকৃত অর্থের একটি অংশ ইউক্রেনকে সহায়তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার কাজেও ব্যয় হবে। খবর রয়টার্সের।

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ নামক বিলটি গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক পাশ হয়। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত সিনেট ৮৭-১৩ মেজরিটিতে এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ৩১০-১১৮ মেজরিটিতে আইনটির পক্ষে ভোটদান করে।

প্রতিবছর কংগ্রেসের পাশ করা আইনগুলোর মধ্যে এই প্রতিরক্ষা নীতিটি অন্যতম। এই নীতির আওতায় আছে সামরিক কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি, জাহাজ-বিমান ক্রয় এবং তাইওয়ানের মতো বৈদেশিক বন্ধুর জন্য সহায়তার মতো বিষয়গুলি।

৩,১০০ পৃষ্ঠার এই আইনে সামরিক কর্মকর্তাদের বেতন-ভাতা ৫.২ শতাংশ বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা বাজেট ৩ শতাংশ বাড়িয়ে ৮৮৬ বিলিয়ন ডলার করার কথা বলা হয়েছে। আইনটিতে কয়েকটি চীনা ব্যাটারি কোম্পানির কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে বিধিনিষেধের কথাও উল্লেখ করা হয়েছে।

এই আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নজরদারি কর্তৃপক্ষের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে। ফরেইন ইনটেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্টের ৭০২ ধারা মোতাবেক এই কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়েছিল।

আইনটির মাধ্যমে ২০২৬ সাল পর্যন্ত ইউক্রেনের সহায়তায় ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা বাইডেনের চাওয়া ৬১ বিলিয়ন ডলারের তুলনায় খুবই নগণ্য। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ায় বাইডেনের এই অনুরোধকে অগ্রাহ্য করেছে রিপাবলিকান দলের নেতারা।

news24bd.tv/ab