ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বালুবাহী ট্রাকটি- ছবি সংগ্রহীত।

ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় আহতের সংখ্যা এখনও জানা যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, দুপুরে শম্ভুগঞ্জ রেলক্রসিং এ ট্রেনের ইঞ্জিনের সাথে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন।  ঘটনার পর থেকেই নেত্রকোণা-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

news24bd.tv/FA