ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের সাথে আইন-শৃঙ্খলা সভায় একথা বলেন তিনি। কমিশনার বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, না দেয়াও গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে জোর জবরদস্তিও করা যাবে না, বাধাও দেয়া যাবে না।
নির্বাচন সামনে রেখে কেউ নাশকতা বা সন্ত্রাসী কার্যক্রম করলে তা প্রতিহত করতে পুলিশ এবং কাউন্সিলররা একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় ১২৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়।
কার এলাকায় কোনো কোন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা হয়। নির্বাচনে এই দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের পাশাপাশি কাউন্সিলরদের একসাথে কাজ করার আহবান জানান পুলিশ কমিশনার।