ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ। প্রায় ১২৫ কোটি পাউন্ডে (১৭ হাজার ৩৮৬ কোটি টাকা) ইউনাইটেডের সিকি ভাগের মালিকানা পেয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির ২৫% কিনে নিয়েছেন র্যাটক্লিফ। চুক্তি থেকে জানা গেছে, ক্লাবটিতে ভবিষ্যতে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড (৩ হাজার ২৮২ কোটি টাকা) বিনিয়োগ করবেন র্যাটক্লিফ।
ইউনাইটেডের বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে (১০ হাজার ৯৮৮ কোটি টাকায়) ইউনাইটেডের মালিকানা কিনে নেয় তারা। তবে গত অর্ধ যুগে ইউনাইটেডের টানা বাজে পারফরম্যান্সের কারণে গত বছরের নভেম্বরে এই পরিবার প্রথমবার মালিকানা বিক্রির কথা জানায়।
শেয়ার বিক্রির ঘোষণায় ক্লাবের কো-চেয়ারম্যান ও পরিচালক আব্রাম গ্লেজার ও জোয়েল গ্লেজার বলেছেন, ‘স্যার জিম র্যাটক্লিফ ও ইনেওসের সঙ্গে এই চুক্তিতে সম্মত হতে পেরে আমরা আনন্দিত। ২০২২ সালের নভেম্বরে আমরা যে কৌশলগত পর্যালোচনার ঘোষণা দিয়েছিলাম, সেটা অংশ হিসেবে আমরা আমাদের পুরুষ, নারী এবং একাডেমি দলের সাফল্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। ক্লাবের উন্নতিতে সাহায্য করার জন্য বিকল্প খুঁজেছি। ’
তারা আরও বলেন, ‘স্যার জিম এবং ইনেওস গ্রুপ ক্লাবে ব্যাপক বাণিজ্যিক প্রসারের পাশাপাশি আর্থিক সমৃদ্ধি আনতে অঙ্গীকারবদ্ধ। আমাদের আশা ক্লাবটি প্রতিটি স্তরে উন্নতি করে ভবিষ্যতে ভক্তদের আরও সাফল্য এনে দেবে। ’
এদিকে ক্লাবটির একাংশ কেনার পর র্যাটক্লিফ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করেছে যে, সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার জন্য তহবিল সবসময়ই আছে। সাম্প্রতিক সময়ে এই সম্ভাবনা পূর্ণতা পায়নি। আমাদের মিলিত লক্ষ্য পরিষ্কার। সবাই মিলে ক্লাবকে সেখানে নিতে চাই, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের থাকা উচিত ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একদম চূড়ায়। ’
এর আগে, ইউনাইটেড কিনে নিতে কয়েক দফা প্রস্তাব দিয়েছিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। সর্বশেষ প্রস্তাবে ক্লাবের শতভাগ কিনে নিতে ৫০০ কোটি পাউন্ড (৬৯ হাজার ৫৪৭ কোটি টাকা) দাম হাঁকিয়েছিলেন। এমনকি ক্লাবের সব দেনাও মেটাতে চেয়েছিলেন। কিন্তু গ্লেজার পরিবার ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি হয়নি।
news24bd.tv/SHS